নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় দুর্গাপূজার সময় মণ্ডপে পবিত্র কোরআন শরিফ রাখা ইকবাল হোসেন মানসিক ভারসাম্যহীন নন। বরং সে সুস্থ ও চতুর ব্যক্তি বলে দাবি করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসপি) খান মোহাম্মদ রেজওয়ান মঙ্গলবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ তথ্য জানান।
তিনি বলেন, ইকবাল মানসিক ভারসাম্যহীন নন। তিনি সম্পূর্ণ সুস্থ ও চতুর। কোনো কিছুর প্রতি তার প্রবল বিশ্বাস আছে। ১১ দিনের রিমান্ডে তিনি সম্পূর্ণ সুস্থ, স্বাভাবিক আচরণ করেছেন।
‘এ ঘটনায় স্থানীয়, জাতীয় বা আন্তর্জাতিক রাজনীতি সংশ্লিষ্ট কিনা সে বিষয়টি আমরা গুরুত্ব সহকারে খতিয়ে দেখছি। পাশাপাশি একাধিক ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট তদন্ত করে দেখা হচ্ছে।’
সান নিউজ/এফএআর