নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর শেরেবাংলা নগরে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ৫ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৪ এর সদস্যরা। শুক্রবার (২৯ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মোহাম্মদ আব্দুস শুকুর (২১), মোহাম্মদ জাবের (২৫), মো. মিঠুন রহমান (২৯), সাকিব আল হাসান (১৯) ও মোহাম্মদ ওমর ফারুক (১৯)। অ্যান্টি টেরোরিজম ইউনিটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন খবর পেয়ে এটিইউর একটি দল রাজধানীর শেরেবাংলা নগরে অভিযান চালিয়ে প্রথমে মিঠুনকে গ্রেফতার করে। পরে তাকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ঢাকার কেরাণীগঞ্জ মডেল থানার হজরতপুর এলাকায় অভিযান চালিয়ে সাকিবকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে মিঠুন ও সাকিবের দেওয়া তথ্যানুযায়ী বাকি তিনজনকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেফতারকৃতরা অনলাইনে উগ্রবাদী প্রচারণাসহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠা করতে দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। তাদের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, মো. মিঠুন রহমান বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। আব্দুস শুকুর হবিগঞ্জ সদরের আলিয়া মাদ্রাসা থেকে দাখিল পাস করেছে। জাবের চতুর্থ শ্রেণি পাস। ওমর ফারুক একটি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী।
সান নিউজ/এমএইচ