নিজস্ব প্রতিবেদক: বনানীর দ্য রেইনট্রি হোটেল- এ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণকাণ্ডের মামলার রায় দ্বিতীয় দফায় পেছালো।
বুধবার (২৭ অক্টোবর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক মোসাম্মৎ কামরুন্নাহারের এ মামলার রায় ঘোষণার কথা থাকলেও বর্ষীয়ান আইনজীবী আবদুল বাসেত মজুমদার মৃত্যুতে আদালতের কার্যক্রম বন্ধ রয়েছে। তাই এ মামলার রায় দ্বিতীয় দফায় পেছালো।
এর আগে গত ১২ অক্টোবর আলোচিত এ মামলার রায় ঘোষণার দিন ধার্য ছিলো। বিচারক অসুস্থ থাকায় পরবর্তী রায় ঘোষণার জন্য ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৭-এর ভারপ্রাপ্ত বিচারক ২৭ অক্টোবর দিন ধার্য করেন।
মামলার আসামিরা হলেন- আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদ, সাফাতের দুই বন্ধু নাঈম আশরাফ ওরফে এইচএম হালিম ও সাদমান সাকিফ, সাফাতের গাড়িচালক বিল্লাল হোসেন ও দেহরক্ষী রহমত আলী।
এর মধ্যে রহমত আলী ছাড়া বাকি সবাই ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
প্রসঙ্গত, ২০১৭ সালের ২৮ মার্চ বনানীর দ্য রেইনট্রি হোটেলে জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে ওই দুই তরুণীকে নিয়ে আসা হয়। উপর্যুপরি মদ খাওয়ানোর পর ওই দুই তরুণীকে একাধিকবার ধর্ষণ করা হয়।
সান নিউজ/এফএইচপি