নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীতে ১ হাজার ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন- সানজিদা আক্তার ওরফে তুন্তী, মো. রাজু মোল্লা ওরফে সুজন ও মনি ইসলাম। সোমবার (১৮ অক্টোবর) রাতে শাহআলী থানার 'বি' ব্লকের ১নং রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
শাহআলী থানার ওসি আবুল বাসার মুহাম্মদ আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, মাদক বিক্রির খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রাইভেটকার যোগে তারা পালানোর চেষ্টা করে। পরে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
সান নিউজ/এম এইচ