নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে প্রায় পাঁচ কেজি আইস বা অবৈধ মাদক ক্রিস্টালমেথ, বিদেশি অস্ত্র ও গুলিসহ টেকনাফ আইস সিন্ডিকেটের অন্যতম হোতা খোকন ও তার একজন সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (১৬ অক্টোবর) সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানায় র্যাব।
এবিষয়ে আজ শনিবার কারওয়ান বাজার র্যাবের মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে বিস্তারিত জানাবেন বাহিনীটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।
এএসপি আ ন ম ইমরান খান বলেন, আজ ভোরে তাকে গ্রেফতার করা হয়েছে। এখন পর্যন্ত এটি মাদক আইসের সর্ববৃহৎ চালান বলে মনে করছি।
সান নিউজ/এফএইচপি