নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর ধানমন্ডি থেকে এক কোটি টাকার আইস ও ইয়াবাসহ জামাই-শাশুড়িকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে তাদের আটক করা হয়।
জানা গেছে, বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকাল দশটার পর ধানমন্ডি এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করলে বাসা থেকে আরাফাত খাতুন ও তার মেয়ে জামাই রবিনকে আটক করা হয়। এর আগে আরাফা খাতুনের স্বামীকে আইস মামলায় গ্রেপ্তার করা হয়। সে এখন কারাগারে আছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, একশ্রেণির ক্রেতার কাছে আইস বেশ জনপ্রিয়তা লাভ করে। তারই অংশ হিসেবে অবৈধ মাদক ব্যবসায়ীরা আইস ব্যবসার সঙ্গে ঝুঁকে পড়ে। তারা বিভিন্ন স্থানে গোপনে, এমনকি অনলাইনের মাধ্যমেও এ ব্যবসা করে আসছে। এ বিষয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হবে।
সান নিউজ/এমএইচ