নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রামঃ চট্টগ্রামের সাতকানিয়ায় ১০ কোটি টাকার ২ কেজি ক্রিস্টাল আইসসহ দুজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে আদালত। তাদের মধ্যে একজন রোহিঙ্গা নাগরিক। আটক দুজন হলেন রোহিঙ্গা নাগরিক জাহিদ আলম এবং কক্সবাজারের টেকনাফের বাহারছড়া কচ্ছপিয়া এলাকার ফয়সাল আহমেদ।
শুক্রবার (০৮ অক্টোবর) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন।
ওসি বলেন, কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে মাদকের বড় চালান যাচ্ছে খবর পেয়ে কেরানীহাটের উত্তরে একটি পেট্রল পাম্পের সামনে চেকপোস্ট বসায় পুলিশ। রাত সোয়া ২টার দিকে একটি ট্রাকের গতিবিধি সন্দেহজনক হলে ট্রাকটি থামানো হয়। এ সময় ট্রাকের চালক ও হেল্পার অসংলগ্ন কথাবার্তা বলেন। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে ২ কেজি ক্রিস্টাল আইস উদ্ধার করা হয়। এই মাদকের আনুমানিক মূল্য ১০ কোটি টাকা।
তিনি আরও বলেন, মূলত এক এনজিওকর্মী কক্সবাজার থেকে ঢাকায় বদলি হওয়ায় বাসা বদলের জন্য গাড়িটি ভাড়া করেন। এই সুযোগে চালক ফয়সাল ও তার সহযোগী জাহিদ মিলে মাদকগুলো ঢাকায় পাচারের চেষ্টা করেন।
সান নিউজ/এমএইচ