নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকা থেকে ভিওআইপি সরঞ্জামসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-১০। গ্রেফতার ব্যক্তির নাম-পরিচয় জানায়নি র্যাব। গত ১৪ সেপ্টেম্বর লালমাটিয়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করেছিল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ও র্যাব।
বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে র্যাব ১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবীর সোয়েব ওই ব্যক্তিকে গ্রেফতারের তথ্য জানান।
তিনি বলেন, শেরেবাংলা নগর থানা এলাকায় একটি বাসায় অবৈধ ভিওআইপির বিরুদ্ধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
র্যাব-১০ এর অভিযানে সহায়তা করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
বিষয়টি নিয়ে বিকেলে যাত্রাবাড়ির ধলপুরে র্যাব-১০ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
টেলিযোগাযোগে রাজস্ব ফাঁকি দিতে অবৈধ ভিওআইপি কারবারে জড়িত একাধিক চক্র। তারা এ পন্থায় কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। বাসাবাড়িতে ভিওআইপি সরঞ্জাম স্থাপন করে তারা কারবার পরিচালনা করে।
সাননিউজ/জেআই