নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাত সোয়া ২টার দিকে তিন হাজার ভিওআইপি ফোন কল কার্ড জব্দ করেছে এভিয়েশন সিকিউরিটি (এভসেক)। এ ঘটনায় বিমানবন্দরের ৬ নম্বর বোর্ডিং ব্রিজ এলাকা থেকে হাসান আলী নামের একজনকে আটক করা হয়।
বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-ঊল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এয়ার এরাবিয়ার থ্রিএল-০০৬ ফ্লাইটের বোর্ডিংয়ের নিরাপত্তা তল্লাশির সময় ভিওআইপি কল কার্ডসহ হাসান আলীকে আটক করা হয়। তাকে কাস্টমসের কাছে সোপর্দ করা হয়েছে।
তিনি বলেন, এসব ভিওআইপি প্রতিটি কল কার্ডের মূল্য ১০ ডলার। জব্দ করা ভিওআইপি কল কার্ডের মোট মূল্য প্রায় ২৬ লাখ টাকা।
সান নিউজ/এফএআর