নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকা থেকে সাতক্ষীরাগামী সোহাগ পরিবহনের একটি বাস থেকে চার কোটি টাকা মূল্যের ৫৮ পিস স্বর্ণের বার জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এসময় একাধিকজনকে আটক করা হয়েছে।
বুধবার (১৫ সেপ্টেম্বর) সকালে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করে।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরাগামী সোহাগ পরিবহনের একটি বাসে তল্লাশি করে চার কোটি টাকা মূল্যের ৫৮ পিস স্বর্ণবার জব্দ করে কাস্টমসের গোয়েন্দারা।
এসময় একাধিকজনকে আটক করা হলেও তাদের নাম-পরিচয় জানাননি কাস্টমস কর্তৃপক্ষ।
তারা জানিয়েছেন, স্বর্ণের বার জব্দের বিষয়ে রাজধানীর কাকরাইলে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
সান নিউজ/এফএইচপি