নিজস্ব প্রতিবেদক: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৫০০ সৌদি রিয়ালসহ একজন আটক হয়েছেন। সোমবার (১৩ সেপ্টেম্বর) রাতে বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ এলাকায় হাসান আলীকে আটক করে এভিয়েশন সিকিউরিটির সদস্যরা।
বিমানবন্দর সূত্র জানায়, গার্মেন্টসসামগ্রী বলে একটি লাল ব্যাগের মধ্যে রিয়ালের নোটগুলো রাখা ছিল। এই চালান সিঙ্গাপুরে যাওয়ার কথা ছিল।
বিমানবন্দর নির্বাহী পরিচালক ক্যাপ্টেন তৌহিদ-উল আহসান বলেন, সিঙ্গাপুরগামী কনসাইনম্যান্ট থেকে সৌদি রিয়াল উদ্ধার করা হয়। স্ক্যানিংয়ের সময় এভিয়েশন সিকিউরিটির সদস্য গাজী কাইয়ুম রিয়ালগুলো উদ্ধার করেন। হাসান আলী মালামাল বিমানবন্দরে দিতে এসেছিলেন। মালামালের সঙ্গে রিয়ালগুলো ছিল।
সাননিউজ/এমআর