নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের টিকার এসএমএস নিয়ে প্রতারণতার অভিযোগে প্রতারক চক্রের সদস্যদের আটক করেছে র্যাব। তবে সংস্থাটির পক্ষ আটক হওয়া ব্যক্তিদের সংখ্যা ও নাম-পরিচয় জানো হয়নি।
জানা গেছে, চক্রটি পাঁচ হাজার টাকায় মডার্না ও ফাইজারের টিকার এসএমএস এবং তিন হাজার টাকায় সিনোফার্মের টিকার এসএমএস দেওয়ার নামে প্রতারণা করে আসছি। খুব কম সময়ের মধ্যে এই এসএমএস দেওয়ার নামে প্রতারক চক্র টাকা হাতিয়ে নিচ্ছে। র্যাব এমন অভিযোগে প্রতারক চক্রের সদস্যদের আটক করেছে ।
র্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বুধবার (১ সেপ্টেম্বর) রাতে এ তথ্য জানান।
তিনি জানান, ঢাকায় একটি প্রতারক চক্র করোনার টিকা দ্রুততম সময়ে দেওয়ার নামে ক্ষুদে বার্তা ছড়িয়ে অর্থ হাতিয়ে নিতো। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুরে এ বিষয়ে রাজধানীর কারওয়ানবাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
সাননিউজ/এমআর