নিজস্ব প্রতিবেদক: রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ানে মো. রনি (৩০) নামের এক ফল বিক্রেতা গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করা হয়।
বুধবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে অচেতন অবস্থায় ৮২/২ দক্ষিণ গোড়ান পাঁচতলা ভবনের নিচতলা থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষাণা করেন।
নিহত রনি নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলার মৃত আজিমের ছেলে। তারা খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ান এলাকায় একটি বাসায় ভাড়া থাকেন।
রনির মা রানু বেগম জানান, আমি এবং আমার ছেলে দুজনে খিলগাঁওয়ের গোড়ান বাজারে ফলের ব্যবসা আছে । আমি ভোর ৫টার দিকে ঘুম থেকে উঠে বাসার বাইরে যায়। এসময় রনির বোন দেখে বাথরুমের ভেন্টিলেটরের সঙ্গে গলায় ওড়না পেচিয়ে ফাঁস লাগানো অবস্থায় ঝুলে আছে রনি। পরে দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে আমরা স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে পরে দুপুর বারোটায় তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মা আরও বলেন, ঠিক কি কারণে ফাঁস দিয়েছে বলতে পারছিনা। তবে গতরাতে আমি তাকে অপরিষ্কার পোশাক পরে দোকান করে বলে রাগ করেছিলাম। এছাড়া অন্য কোনো কারণ নেই বলেও জানান তিনি।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি খিলগাঁও থানায় জানানো হয়েছে।
সাননিউজ/জেআই