নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ২৫ হাজার পিস ইয়াবাসহ সবুজ নামে একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ।
শনিবার (২৮ আগস্ট) ডিবি ওয়ারী বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. শামসুল ইসলাম এ তথ্য জানান।
অভিযানে নেতৃত্ব দেওয়া শামসুল ইসলাম জানান, শুক্রবার (২৭ আগস্ট) বসুন্ধরা আবাসিক এলাকা ইয়াবাসহ সবুজকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, আমাদের কাছে তথ্য আসে যে কতিপয় মাদক কারবারি বিপুল পরিমাণ ইয়াবা ক্রয়-বিক্রয়ের জন্য বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থান করছেন। এই তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের এক পর্যায়ে বসুন্ধরার ২১ নং রোডের একটি বাসার সামনে ডিবি পুলিশের উপস্থিতি বুঝতে পেরে দুইজন পালানোর চেষ্টা করেন। এ সময় গ্রেপ্তার হন সবুজ। তার ডান হাতে থাকা শপিং ব্যাগ হতে উদ্ধার করা হয় ৪০০০ পিস ইয়াবা।
তিনি আরও বলেন, সবুজ জিজ্ঞাসাবাদে আরও ইয়াবার থাকার কথা স্বীকার করেন। তখন তাকে নিয়ে বসুন্ধরার একটি বাসায় অভিযান পরিচালনা করে বাথরুমের ফলস ছাদের উপর থেকে উদ্ধার করা হয় আরও ২১০০০ পিস ইয়াবা। ভাটারা থানার দায়ের করা মামলায় গ্রেপ্তার সবুজকে আদালতে পাঠানো হয়েছে।
সাননিউজ/এমআর