নিজস্ব প্রতিনিধি, সিংড়া (নাটোর): নাটোরের সিংড়ায় র্যাবের হাতে ৪০ হাজার লিটার চোলাই মদসহ ২ ভাইকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে ২০০ টাকা জরিমানা ও প্রত্যেককে ২ মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মো. সানরিয়া চৌধুরী।
সোমবার (২৩ আগস্ট) সকালে সিংড়া পৌরসভার কলেজপাড়া মহল্লায় অভিযান চালিয়ে ৪০ হাজার লিটার চোলাই মদসহ সহোদর যগেশ চৌধুরী (৫০) ও দিলীপ কুমার চৌধুরীকে (২৮) আটক করা হয়। তারা ওই এলাকার সুমন চৌধুরীর ছেলে। অভিযানকালে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাকিবুল হাসান, র্যাব নাটোর ক্যাম্পের উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন প্রমুখ।
র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সিংড়া পৌরসভার কলেজপাড়া মহল্লায় অভিযান চালায় র্যাব নাটোর ক্যাম্পের একটি দল। এ সময় ৪০ হাজার লিটার চোলাই মদসহ সহোদর যগেশ চৌধুরী ও দিলীপ কুমার চৌধুরীকে আটক করা হয়। পরে অবৈধভাবে চোলাই মদ উৎপাদন, সংরক্ষণ, বিক্রয়, মদ খেয়ে মাতলামি ও জনগণের শান্তি বিনষ্টকরার অপরাধে মাদকদব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারায় আটক দুই সহোদরের প্রত্যককে ২০০ টাকা করে জরিমানা ও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোঃ রাকিবুল হাসান।
র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ সানরিয়া চৌধুরী বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদেরকে বিপুল পরিমাণ চোলাই মদসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ডের আদেশ দিলে তাদেরকে নাটোর কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয় বলেও নিশ্চিত করেন তিনি।
সান নিউজ/এমকেএইচ