নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বনানী ও উত্তরা এলাকা থেকে প্রায় ৫০০ গ্রাম ভয়ংকর মাদক ক্রিস্টাল মেথ-আইস উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শনিবার (২১ আগস্ট) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো উত্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান মাদক উদ্ধারের তথ্য জানান।
তিনি বলেন, বনানী ও উত্তরা এলাকার ক্রিস্টাল মেথ-আইস সিন্ডিকেটের প্রায় সব সদস্যকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গ্রেপ্তার করা হয়েছে। যাদের অধিকাংশই উচ্চবিত্ত শ্রেণির সন্তান।
এ সময় ৫০০ গ্রাম আইস উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৫০ লাখ টাকার বেশি।
আইস সিন্ডিকেটের নেটওয়ার্ক বিষয়ে বিস্তারিত জানাতে দুপুরে অধিদপ্তরের মেট্রো কার্যালয়ে (তেজগাঁও) সংবাদ সম্মেলন করা হবে বলে জানান তিনি।
সাননিউজ/ জেআই