নিজস্ব প্রতিবেদক: চন্দ্রিমা উদ্যানের বিজয় সরণিতে সংঘর্ষের ঘটনায় পুলিশের এলোপাথাড়ি শটগানের গুলিতে এক পুলিশ সদস্য আহত হয়েছে। আজ বিকেল তিনটায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।
আহত পুলিশের নাম শহিদুল ইসলাম (২২) পিএমও নর্থ ডিভিশন, কনস্টেবল নং ৩৬২৭৪।
গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসেন পুলিশ কনস্টেবল নাজমুল হাসান।
ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া তিনি বলেন, আহত পুলিশ সদস্য জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন ওই পুলিশ সদস্যের নিতম্বরে একাধিক গুলির চিহ্ন রয়েছে।
এর আগে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও গুলি করেছে। মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিতে গেলে এ ঘটনা ঘটে।
জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আমিনুল হক বলেন, জিয়ার মাজারে ফুল দিতে এসেছিলাম আমরা। পুলিশের কাছে অনুমতি নেয়া ছিলো। কিন্তু জিয়ার মাজারে ঢুকতে সব পথ বন্ধ করে দেয় পুলিশ। এক পর্যায়ে পুলিশ আমাদের ওপর টিয়ারশেল নিক্ষেপ ও গুলি করে। এতে আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।
তবে এ বিষয় এখনও পুলিশ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
সান নিউজ/এফএআর