বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ইমরান হোসেন বামে
অপরাধ প্রকাশিত ১০ আগস্ট ২০২১ ২১:১২
সর্বশেষ আপডেট ১০ আগস্ট ২০২১ ২১:১৬
বিশ্বজিৎ হত্যা

যাবজ্জীবনপ্রাপ্ত ইমরান গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি: চাঞ্চল্যকর বিশ্বজিৎ হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ইমরান হোসেন গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার (১০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ফরিদপুরের সদরপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সদরপুর থানার ওসি সুব্রত গোলদার বলেন, গোপন খবরের রাতে উপজেলার চর বিষ্ণুপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় কৌশলে পুলিশের সদস্যরা আসামিকে ধরে ফেলেন। তাকে বুধবার (১১ আগস্ট) আদালতে পাঠানো হবে।

তিনি জানান, যাবজ্জীবনপ্রাপ্ত ইমরান উপজেলার চর চাঁদপুর গ্রামের মীর আব্দুল জলিলের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন স্থানে পলাতক ছিলেন।

২০১২ সালের ৯ ডিসেম্বর রাজধানীর বাহাদুর শাহ পার্কের কাছে বিশ্বজিৎ দাসকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। ২০১৩ সালের ১৮ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ বিশ্বজিৎ হত্যা মামলার রায় দেন। ২১ আসামির মধ্যে আটজনকে মৃত্যুদণ্ড ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

নিম্ন আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মাহফুজুর রহমান, রফিকুল ইসলাম, ইমদাদুল হক, রাশেদুজ্জামান, সাইফুল ইসলাম, রাজন তালুকদার (পলাতক), কাইয়ুম মিয়া এবং নূরে আলম (পলাতক)।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- এইচ এম কিবরিয়া, গোলাম মোস্তফা, খন্দকার ইউনুস আলী, মনিরুল হক, তারিক বিন জোহর, আলাউদ্দিন, ওবায়দুল কাদের, ইমরান হোসেন, আজিজুর রহমান, আল আমিন শেখ, রফিকুল ইসলাম (২), কামরুল হাসান ও মোশাররফ হোসেন। তাদের মধ্যে কিবরিয়া ও গোলাম মোস্তফা ছাড়া বাকিরা পলাতক রয়েছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুর সিটি কর্পোরেশনের পূবাইলে রাস্তার উদ্বোধন

গাজীপুর সিটি কর্পোরেশন পূবাইলের ৪০ ও ৪১নং ওয়ার্ড...

বাংলাদেশ হবে সবার-সভাপতি, ইসলামী ছাত্রশিবির

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, জুলাই-আগষ্ট বিপ্লবে...

বগুড়ায় লুটের মামলায় ডাকাত সর্দার ওয়াজেদ গ্রেপ্তার

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় নাইটগার্ডকে জিম্মি করে ন...

আমাদের অস্তিত্ব নির্ভর করে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার উপর: খাদ্য সচিব

খাদ্য সচিব মো. মাসুদুল হাসান বলেন, “আমাদের অস্তিত্ব নির্ভর করে খাদ্যে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা