নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হাজারীবাগের বাসার বেলকনিতে গলায় ফাঁস দিয়ে পিয়াস খন্দকার (২৬) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। শনিবার (৬ আগস্ট) সকালে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।
পরিবারের দাবি, পিয়াস আত্মহত্যা করেছেন। তবে কী কারণে আত্মহত্যা করেছেন তার কারণ জানাতে পারেননি তারা।
পিয়াস ফরিদপুরের ভাঙ্গা থানার বাততুরা গ্রামের গিয়াস খন্দকারের ছেলে। বর্তমানে তিনি হাজারীবাগের মনেশ্বর প্রথম লেনের ১৩ নম্বর বাসার দোতলায় পরিবার নিয়ে ভাড়া থাকেন। তিনি একটি স্বর্ণের দোকানে কাজ করতেন। ব্যক্তিগত জীবনে তিনি এক সন্তানের জনক।
নিহতের বাবা গিয়াস খন্দকার জানান, গতরাতে তারা সবাই খাবার খেয়ে ঘুমাতে যান। তার ছেলে পিয়াসও নিজ কক্ষে গিয়ে শুয়ে পড়েন।
সকালের দিকে ওই কক্ষে গিয় দেখতে পান- পিয়াস বেলকনিতে দাঁড়িয়ে আছেন। কাছে গিয়ে দেখা যায়- তিনি গ্রিলের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস নিয়েছেন। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
সান নিউজ/এমএম