নিজস্ব প্রতিবেদক: চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে করা মামলার এজাহার অনুযায়ী, তার বাসা থেকে র্যাব ২ লাখ ১১ হাজার ৫০০ টাকার মাদকদ্রব্য জব্দ করেছে। এর মধ্যে শুধু মদের দামই ১ লাখ ৬৬ হাজার ৫০০ টাকা।
এজাহারে বলা হয়, পরীমনির বনানীর বাসায় বিপুল পরিমাণ মাদক মজুদ রয়েছে এমন তথ্যে অভিযানে যায় র্যাব। এরপর ওই বাসা থেকে পরীমনি ও দীপুকে আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদের তথ্য ও দেখানো মতে ১৯ বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের মদ জব্দ করা হয়। যার পরিমাণ ১৮ দশমিক ৫ লিটার। প্রতি লিটার বিদেশি মদের আনুমানিক মূল্য ৯ হাজার টাকা হিসেবে এসব মদের মোট দাম ১ লাখ ৬৬ হাজার ৫০০ টাকা।
এছাড়া, ৪০ হাজার টাকা মূল্যের মাদক আইস ও ৫ হাজার টাকা মূল্যের এলএসডি জব্দ করা হয়। এ সময় বাসা থেকে আরও বিদেশি মদের খালি বোতল ও মাদক সেবনের অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৫ আগস্ট) ঢাকা মহানগর হাকিম আদালতে পরীমনিকে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে চারদিন রিমান্ড মঞ্জুর করেন আদালত।
গত ৯ জুন সাভারের বিরুলিয়ায় ঢাকা বোট ক্লাবে পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তিনি নিজেই। পরে ১৪ জুন সাভার মডেল থানায় নাসির উদ্দিন মাহমুদ ও অমিসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন তিনি। এ ঘটনায় বিতর্কিত হন পরীমনি।
সাননিউজ/এমআর