অপরাধ

মিনুকে জেল খাটানো আরেকজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে নিরপরাধ মিনু আক্তারকে তিন বছর জেল খাটানোর মামলায় নুরু কাওয়াল নামে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩১ জুলাই) তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। গ্রেফতার নুরু চট্টগ্রাম নগরের জঙ্গল সলিমপুর এলাকার বাসিন্দা।

এর আগে গত বৃহস্পতিবার এ ঘটনার হোতা কুলসুমা আক্তার ও মর্জিনা আক্তার নামে দু'জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের দু'দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

একটি হত্যাকাণ্ডে মূল আসামি কুলসুমার পরিবর্তে তিন বছর জেল খাটেন মিনু আক্তার নামে নিরপরাধ এক নারী। বিষয়টি আদালতে নজরে আনলে দুই বছর ৯ মাস ১০ দিন কারাভোগের পর গত ১৬ জুন মুক্তি পান তিনি। মুক্তির ১৩ দিন পর রহস্যজনক সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

চট্টগ্রাম কোতোয়ালি থানার পরিদর্শক কবির আহমেদ জানান, হত্যা মামলার আসামি কুলসুমা সাজার বিষয়ে নিশ্চিত হওয়ার পর কারাগার থেকে জামিনে বেরিয়ে আত্মগোপনে চলে যান। আত্মগোপনে থাকা অবস্থায় আদালতে তার যাবজ্জীবন সাজা দেয়ার খবর পান। পরে শাস্তি থেকে বাঁচতে তার সহযোগী মর্জিনা ও নুরু কাওয়ালের মাধ্যমে মিনু আক্তারকে আদালতে আত্মসমর্পণ করান তিনি। কুলসুমা ও মর্জিনাকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে আনা হলে তারা নুরু কাওয়ালের বিষয়ে তথ্য দিয়েছেন। তাদের দেয়া তথ্যে নুরুকে গ্রেফতার করা হয়েছে। কীভাবে নিরপরাধ মিনু আদালতে আত্মসমর্পণ করতে এলেন- এসব বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এর সঙ্গে আরও কেউ জড়িত আছেন কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।

মিনুর রহস্যজনক মৃত্যুর ঘটনায় আসামিদের জিজ্ঞাসাবাদ করা হবে কিনা জানতে চাইলে বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, সড়ক দুর্ঘটনার ঘটনায় সিএনজিচালিত একটি অটোরিকশা শনাক্ত করা হয়েছে। তবে এখনও সেটি জব্দ ও তার চালককে গ্রেফতার করা যায়নি। অটোরিকশার চালককে গ্রেফতার করা হলে দুর্ঘটনার আসল তথ্য বেরিয়ে আসবে। সড়ক দুর্ঘটনার ঘটনায় কোতোয়ালি থানায় গ্রেফতার আসামিদের সম্পৃক্ততার কোনো তথ্য এখনও পাইনি।

নিরপরাধ মিনু আক্তার কারাগারে থাকা অবস্থায় তার এক সন্তানকেও হারান।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সবজির বাজারে স্বস্তি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন বাজারে কমেছে পেঁয়াজ, সবজি...

বৈষম‌বিরোধী আন্দোলনে বেঁচে ফেরার আশা করেনি

নিজস্ব প্রতিবেদক: ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন আন্দোল&zwnj...

বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন পূজা 

বিনোদন ডেস্ক: ঢাকাই চিত্রনায়িকা ও মডেল পূজা চেরি ডজনখানেক ছব...

স্বামীকে মৃত দেখিয়ে মামলা, নারী আটক

জেলা প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় জীবিত স্বামীকে বৈষম্যবিরোধ...

ইসলামী ব্যাংকের সাথে হাব-এর মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে হ...

জমি দখল নিয়ে সংঘর্ষে মৃত্যু বেড়ে ১ 

জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলায় গোমস্তাপুরে খাস জমি দখল...

অক্টোবরে সড়কে ঝরল ৪৭৫ প্রাণ

নিজস্ব প্রতিবেদক : দেশে গত অক্টোবরে মাসে ৪৫২টি সড়ক দুর্ঘটনায়...

ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টসের নতুন আউটলেট উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য সচেতন নারী ও পুরুষদের জন্য ত্বকে...

পবিপ্রবিতে ‘ক্লিন ক্যাম্পাস’ কর্মসূচির উদ্বোধন

নিনা আফরিন, পটুয়াখালী : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বব...

ফার্মগেট মানসী প্লাজায় আগুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ফার্মগেট মানসী প্লাজার বেজমেন্টে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা