নিজস্ব প্রতিবেদক: তিন কোটি টাকার স্বর্ণসহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব থেকে আসা যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউস।
সোমবার (২৬ জুলাই) গোপন খবরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি৪০৪০ ফ্লাইট থেকে ৪ কেজি ২৯২ গ্রাম স্বর্ণসহ যাত্রী মাহিন উদ্দিনকে আটক করা হয়।
ঢাকা কাস্টমস হাউজের উপ-কমিশনার আব্দুস সাদেক বলেন, গোপন সংবাদ পেয়ে কাস্টম হাউস ঢাকার প্রিভেনটিভ টিমের কর্মকর্তারা বিমানবন্দরের কয়েকটি পয়েন্টে অবস্থান নেন। এক পর্যায়ে মাহিন উদ্দিনকে বোর্ডিং ব্রিজ থেকে গ্রিন চ্যানেলে আনা হয়। পরে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে সঙ্গে থাকা কালো একটি হ্যান্ড ব্যাগ থেকে ৩৭ পিস স্বর্ণবার উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে মাহিন জানান, তার বাড়ি কুমিল্লার সদরে। সৌদির কিং খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে জাকির হোসেন নামে এক পরিচিত প্রবাসী তার কাছে স্বর্ণবারগুলো হস্তান্তর করেন।
ঢাকা কাস্টমস হাউস জানায়, উদ্ধার স্বর্ণের বিষয়ে কাস্টমস ও অন্যান্য আইনে ব্যবস্থা নেওয়া হবে। ওই যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।
সাননিউজ/এমআর