নিজস্ব প্রতিবেদক: করোনায় সংক্রমিত হয়ে মো. আহসান হাবীব নামে পুলিশের এক অতিরিক্ত সুপার মারা গেছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে ১০১ জন পুলিশের মৃত্যু হলো।
৬ জুলাই থেকে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। শুক্রবার (১৬ জুলাই) বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাকালে জনগণকে সুরক্ষা সেবা দিতে গিয়ে এখন পর্যন্ত ১০১ পুলিশ সদস্য জীবন উৎসর্গ করেছেন।
আহসান হাবীব রাঙামাটিতে ১ আর্মড পুলিশ ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। মৃত্যুকালে আহসান হাবীব মা, বাবা, স্ত্রী, পাঁচ ভাই, দুই বোনসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আহসান হাবীবের বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার বসন্তপুর গ্রামে। তাঁর মরদেহ বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আজ শুক্রবার বেলা তিনটায় তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
আহসান হাবীব ৩৩তম বিসিএসে উত্তীর্ণ হয়ে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার পদে যোগ দেন। তিনি গত মে মাসে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পান।
আইজিপির শোক: আহসান হাবীবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। তিনি এক শোকবার্তায় বলেন, আহসান হাবীব প্রতিশ্রুতিশীল ও প্রতিভাবান কর্মকর্তা ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে বাংলাদেশ পুলিশ একজন সম্ভাবনাময় কর্মকর্তাকে হারাল।
আহসান হাবীবের আত্মার শান্তি কামনা করেছেন আইজিপি। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।
দেশে গত বছরের ৮ মার্চ করোনা সংক্রমণ ধরা পড়ে। এরপর একই বছর ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।
পুলিশ সদর দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত বছরের ২৮ এপ্রিল পুলিশে প্রথম সংক্রমণ ধরা পড়ে। এরপর থেকে এ পর্যন্ত পুলিশ বাহিনীতে করোনায় আক্রান্ত হন ২০ হাজার ২৯১ জন। বেশি আক্রান্ত হয়েছেন ডিএমপিতে, ৩ হাজার ৪১৩ জন। এরপরে রয়েছে র্যাব। করোনায় র্যাবের ২ হাজার ৬২৯ জন সদস্য আক্রান্ত হয়েছেন। সারাদেশে আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে ১৯ হাজার ৩৯৬ জনই সুস্থ হয়েছেন। সর্বশেষ বৃহস্পতিবার পুলিশ বাহিনীর ২৩৫ জন কোয়ারেন্টিনে (সঙ্গনিরোধ) ছিলেন। তাঁদের মধ্যে ১৮ জন র্যাব সদস্য রয়েছেন।
সান নিউজ/এফএআর