নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: কঠোর কৈডাউনের ১১তম দিনে ৭০৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার (১১ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানা যায়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৮৪ জনকে ৫ লাখ ৩৮ হাজার ৬৮০ টাকা জরিমানা করা হয়েছে। অপরদিকে ডিএমপি ট্রাফিক বিভাগ ২৪৪টি গাড়িকে ৫ লাখ ৫২ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে।
করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় ১ হতে ১৪ জুলাই পর্যন্ত দেশব্যাপী কঠোর লকডাউন চলছে। এ সময় বিনাকারণে ঘর থেকে হলেই গ্রেফতারের মুখে পড়তে হচ্ছে নাগরিকদের।
সান নিউজ/এফএআর