নিজস্ব প্রতিনিধি, চাঁদপুর: করোনা প্রতিরোধ কঠোর লকডাউন শুরুর তিন দিনে চাঁদপুরে ২০ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে তিন জন পুলিশ কর্মকর্তা, ১৩ জন কনস্টেবল ও তিন জন পুলিশ স্টাফ।
বর্তমানে তাদের ১৫ জন চাঁদপুর সদর হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশনে আছেন। বাকি পাঁচ জনকে ঢাকার রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে রেফার করা হয়েছে।
গোয়েন্দা পুলিশের ওসি মো. তোঁতা মিয়া এসব তথ্য জানিয়েছেন।
চাঁদপুরের পুলিশ সুপার মো. মিলন মাহমুদ বলেন, গত ১ জুলাই থেকে শুরু হওয়া কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠে কাজ করছে চাঁদপুর পুলিশ। এ সময় মানুষের সংস্পর্শে এসে কিছু পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। দেড়শ পুলিশ সদস্যের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলে ২০ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। তাদের সবাই চিকিৎসাধীন এবং এখন শঙ্কামুক্ত।
সাননিউজ/এফএআর