নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: দেড় কোটি টাকার ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার (২৫ জুন) বিকেলে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরফরিদ এলাকা থেকে ৪৮ হাজার ইয়াবা বড়িসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত হলেন ট্রাকচালক মো. ফরহাদুর রহমান শাওন (৩১) ও মো. তৌফিক (২১)। তাদের বাড়ি কর্ণফুলী উপজেলার ঈদগাঁও কাঁচাবাজার এলাকায়।
র্যাব জানায়, শুক্রবার বিকেলে একটি ট্রাকে করে ইয়াবা নিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছে চোরাকারবারিরা এমন খবর পেয়ে র্যাবের একটি দল চরফরিদ এলাকায় অবস্থান নেয়। তখন চেকপোস্টের দিকে আসা একটি ট্রাককে থামানোর সংকেত দিলে ট্রাকটি থামিয়ে চালকসহ দুজন পালানোর চেষ্টা করলে তাদের গ্রেফতার করা হয়। তখন ট্রাকের এয়ার সিলিন্ডারের মধ্যে লুকিয়ে রাখা ৪৮ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ সবের বাজারমূল্য প্রায় এক কোটি ৪৪ লাখ টাকা। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে দুজনকে কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, মামলায় দুজনকে গ্রেফতার দেখিয়ে আজ শনিবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।
সাননিউজ/এফএআর