নিজস্ব প্রতিবেদক: আদালতে তোলা হলে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বলেন, আমি করোনার আগে নয়দিন হাসপাতালে ছিলাম। দয়া করুন, আমাকে রিমান্ড দিলে বাঁচব না।
চিত্রনায়িকা পরীমনির করা ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার নাসির বুধবার (২৩ জুন) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ড শুনানিকালে এসব কথা বলেন।
নাসির উদ্দিন বলেন, স্যার আমার বয়স ৬৫ বছর। এজমাসহ বিভিন্ন রোগে ভুগছি। আমি একজন সমাজসেবক। আমি উত্তরা ক্লাবের সভাপতি ছিলাম। বোট ক্লাবের সদস্য। আমি কখনো কোন ঝামেলায় ছিলাম না। দয়া করে আমাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিন।
এদিকে, আদালত মাদক মামলায় গ্রেপ্তার ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমির জামিন নামঞ্জুর করেছেন। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস শুনানি শেষে এ আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন ফরম কর্তা পুলিশের উপ-পরিদর্শক মাহমুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন ।
তিনি জানান, বুধবার ৭ দিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করা হয়। এসময় আসামিপক্ষের আইনজীবীরা জামিন আবেদন করেন। অপরদিকে, রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করেন।
গত ১৫ জুন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি নাসির ও অমির সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।
সান নিউজ/এমআর