নিজস্ব প্রবিবেদক: রাজধানীতে বিভিন্ন মামলার এজাহারভুক্ত ৫ কিশোর অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ জুন) বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগ।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
ইফতেখায়রুল ইসলাম জানান, গ্রেপ্তাররা ডিএমপির তালিকাভুক্ত এবং বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামি। মতিঝিল বিভাগ তাদের গ্রেপ্তার করেছে।
তিনি আরও জানান, বুধবার (২৩ জুন) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানাবেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আ. আহাদ।
সান নিউজ/এমআর