পুলিশি রিমান্ডে জিজ্ঞাসাবাদে জান্নাত আরা ঝর্নাকে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন হেফাজতের বিলুপ্ত কমিটির নেতা মাওলানা মামুনুল হক।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম রোববার (৬ জুন) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
এসপি জায়েদুল বলেন, আমরা ধর্ষণ মামলাটি গুরুত্ব দিয়ে দেখছি। মামলায় ঝর্না যে বক্তব্য দিয়েছেন, রিমান্ডে মামুনুল হককে জিজ্ঞাসাবাদ করেছি এবং সত্যতা পেয়েছি।
সাংবাদিকদের প্রশ্নে এসপি বলেন, কাউকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করা নারী নির্যাতন আইনে ধর্ষণ হিসেবে বিবেচ্য হয়। মামুনুল হক বিভিন্ন সময় ফেসবুক লাইভে এসেও এসব কথা স্বীকার করেছেন, রিমান্ডেও তা স্বীকার করেছেন।
তিনি বলেন, খুব দ্রুত তার দেওয়া বক্তব্য আমরা যাচাই-বাছাই করবো এবং শিগগিরই এই মামলার রিপোর্ট আমরা আদালতে দাখিল করতে পারবো বলে আশাবাদী। বাদী বলেছেন, তিনি রাষ্ট্রের কাছে ন্যায়বিচার চান। আমরা রাষ্ট্রের পক্ষে বাদী যেন ন্যায়বিচার পান তা নিশ্চিত করার চেষ্টা করবো।