নিজস্ব প্রতিবেদক: পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের মোবাইল ফোন ছিনতাকারীকে শনাক্ত করেছে পুলিশ। কিন্তু ফোনটি উদ্ধার হয়নি।
শুক্রবার (৪ জুন) রাতে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার আ স ম মাহাতাব উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
পুলিশের এ কর্মকর্তা বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি। তবে আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে ছিনতাইকারীকে শনাক্ত করা গেছে। শনাক্ত ব্যক্তি বিজয় সরণি সিগন্যালে পড়া গাড়িগুলো মুছে দিতো এবং এ এলাকায় ফুল বিক্রি করতো।
মাহাতাব উদ্দিন বলেন, এই ছিনতাইকারী মাদকসেবী। ঘটনার পর থেকে বিজয় সরণি এলাকায় তাকে পাওয়া যাচ্ছে না। তার নাম ও ঠিকানা বের করার কাজ চলছে। সে রাস্তার পাশে স্থাপিত উড়োজাহাজ ভাস্কর্যের নিচে ঘুমাতো। তাকে দ্রুত গ্রেপ্তার করতে মাঠে রয়েছে পুলিশ।
এর আগে কাফরুল থানার ওসি মো. সেলিমুজ্জামান বলেন, এ ঘটনায় বেশ কয়েকজন চিহ্নিত ছিনতাইকারীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরিচয় শনাক্তের পাশাপাশি তার অবস্থান সম্পর্কে আমরা নিশ্চিত হতে কাজ করছি।
গত রোববার পরিকল্পনা মন্ত্রীর গাড়ি বিজয় সরণি সিগন্যালের জ্যামে আটকা পড়ে। মন্ত্রী এ সময় গাড়ির গ্লাস নামিয়ে ফোনে কথা বলছিলেন। হঠাৎ এক ছিনতাইকারী ছোঁ মেরে ফোনটি ছিনিয়ে নেয়। ঘটনার পর মন্ত্রীর ব্যক্তিগত সহকারী কাফরুল থানায় মামলা করেন।