নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে আরও ১৫টি দল এলএসডি সেবন ও বেচাকেনায় সক্রিয়ভাবে জড়িতে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। এলএসডিসহ গ্রেপ্তার বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী পুলিশকে এ তথ্য দিয়েছে।
রোববার (৩০ মে) পল্টন থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আ. আহাদ।
ভয়ঙ্কর নেশা এলএসডির নাম আলোচনায় এলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাফিজুর রহমানের মর্মান্তিক মৃত্যুর পর। তখন তিন বিশ্ববিদ্যালয় ছাত্রকে গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরুর আগেই শনিবার রাতে শাহজাহানপুর, রামপুরা, বাড্ডা ও ভাটারা এলাকায় অভিযানে নামে পুলিশ।
অভিযানে গ্রেপ্তাররা হলেন- নাজমুল ইসলাম (২৪), এসএম মনওয়ার আকিব (২০), সাইফুল ইসলাম সাইফ (২০), নাজমুস সাকিব (২০) ও বিএম সিরাজুস সালেকীন (২৪)। এরা প্রত্যেকেই ঢাকার বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
এই চক্রে জড়িত অন্যদের চিহ্নিত করে গ্রেপ্তারের কাজ চলছে বলে জানান মো. আ. আহাদ।
এ নেশার ফাঁদে পড়েছেন আরও অনেকে। এলএসডির ক্রেতা-বিক্রেতার তালিকা রয়েছে আইশৃঙ্খলা বাহিনীর কাছে। তালিকাটি যাচাই-বাছাই করে আইশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা গ্রহণ করবে।
এ মাদক সেবনকারীকে দেয় অন্যরকম অনুভূতি। সেবনের পর হারিয়ে যায় হিতাহিত জ্ঞান। সব কিছুই চলে যায় সেবনকারীর নিয়ন্ত্রণের বাইরে। মনে পড়ে অনেক পুরনো কথা এবং পুরনো কষ্ট বাড়িয়ে দেয় বহুগুণে।