নিজস্ব প্রতিবেদক : রাজধানীর তেজগাঁওয়ে দশম শ্রেণির ছাত্রী ফাতেমা-তুজ-জোহরা (১৬) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে দাবি পরিবারের। তিনি তেজগাঁও আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করতেন।
শনিবার (২৯ মে) দুপুর ১২টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার বেগুন বাড়ির একটি বাসায় এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে দুপুর ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভোলা বোরহানউদ্দিন উপজেলার আব্দুস সালামের তিন সন্তানের মধ্যে ফাতেমা সবার ছোট ছিল। বর্তমানে তেজগাঁও শিল্পাঞ্চল বেগুনবাড়ি এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন তারা।
নিহত ছাত্রীর ভাই আলামিন জানান, লকডাউনের কারণে স্কুল কলেজ বন্ধ। পড়াশোনায় কিছুটা অমনোযোগী হয়ে পড়ে ফাতেমা। অধিকাংশ সময় মোবাইল নিয়ে ব্যস্ত থাকতো। এইসব কারণে তার বাবা তাকে সকালে বকাবকি করেন। ধারণা করা হচ্ছে বাবার ওপর অভিমান করে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছাত্রীর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
সান নিউজ/এমআর/এসএম/বিএস