নিজস্ব প্রতিবেদক : ঢাকা জেলার ধামরাই মহাসড়কের একটি বাসস্ট্যান্ডে ৪টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। এ সময় চুরেরা নগদ টাকাসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল লুটে নিয়ে যায় বলে জানা গেছে।
শুক্রবার (২২ জানুয়ারি) রাতে কালামপুর-মির্জাপুর আঞ্চলিক মহাসড়কের মাদারপুর মিলগেট বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। বাসস্ট্যান্ডের রিপন মিয়ার দোকানের তালা ভেঙে নগদ ১০ হাজার টাকা ও ৫০ বস্তা চাল, জাহাঙ্গীর আলমের প্রসাধনীর দোকানের ৫০ হাজার টাকার মালামাল, রনি মিয়ার ফার্মেসিতে প্রায় দেড় লাখ টাকার ওষুধসহ ৪টি দোকানে হানা দিয়ে প্রায় ৪ লাখ টাকার মালামাল নিয়ে যায় দুর্বৃত্তরা।
ভুক্তভোগীরা জানান, শুক্রবার রাত ৯টার দিকে দোকান বন্ধ করে সবাই যার যার বাড়ি চলে যায়। শনিবার ২৩ জানুয়ারি সকালে এসে দেখি দোকানের তালা ভেঙে দোকানের ভিতরের মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
এর আগে বুধবার রাতে উপজেলা কমপ্লেক্সের ভেতর আমার বাড়ি আমার খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংক কার্যালয়ের জানালার গ্রিল কেটে ও বিআরডিবি কার্যালয়ের দরজার তালার কয়ড়া ভেঙে দুর্বৃত্তরা হানা দিয়ে কয়েকটি আলমিরার তালা ভেঙে কোনও টাকা পয়সা না পেয়ে গুরুত্বপূর্ণ জিনিসপত্র তছনছ করেছে দুর্বৃত্তরা।
সান নিউজ/এসএ