নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কলাবাগানে মাস্টারমাইন্ড স্কুলের শিক্ষার্থী আনুশকাহ নূর আমিনকে ধর্ষণের পর হত্যার অভিযোগে দায়ের করা মামলায় আদালতে স্বীকারোক্তি দিয়েছেন তার কথিত প্রেমিক ইফতেখার ফারদিন দিহান।
শুক্রবার (৮ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তার জবানবন্দি রেকর্ড করেন।
এদিন দুপুর ১টায় তাকে আদালতে হাজির করা হয়। এসময় আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তি দিতে রাজি হওয়ায় তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) আ ফ ম আসাদুজ্জামান তার জবানবন্দি রেকর্ডের আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে দুপুর সোয়া ২টার দিকে তাকে একই বিচারকের আদালতে নেয়া হয়। বিকেল ৪টার পর জবানবন্দি রেকর্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।
বৃহস্পতিবার দিনগত রাতে নিহত আনুশকাহ’র বাবা মো. আল-আমিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় একমাত্র আসামি করা হয়েছে আনুশকার কথিত প্রেমিক ইফতেখার ফারদিন দিহানকে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ এর ২ ধারায় ধর্ষণের পর হত্যার অভিযোগ আনা হয়।
বৃহস্পতিবার রাতে এ ঘটনায় ইফতেখার ফারদিন দিহানসহ চারজনকে আটক করে কলাবাগান থানা পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে শুধু দিহানকে এই মামলায় গেপ্তার দেখানো হয়।
প্রসঙ্গত, গ্রুপ স্টাডির কথা বলে বৃহস্পতিবার দুপুরের দিকে আনুশকাহ’কে কলাবাগানের ডলফিন গলির বাসায় ডেকে নেয় তার কথিত প্রেমিক ইফতেখার ফারদিন দিহান। এরপর সেখানে ধর্ষণের ঘটনা ঘটে। পরে অতিরিক্ত রক্তক্ষরণে আনুশকা অচেতন হয়ে পড়লে তাকে নেয়া হয় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে। কিন্তু সেখানকার চিকিৎসকরা আনুশকাকে মৃত ঘোষণা করেন।
আনুশকাহ’র পরিবারের অভিযোগ তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
সান নিউজ/আরআই/এস