নিজস্ব প্রতিবেদক : সাভারের আমিনবাজার এলাকা থেকে ১ হাজার বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৪। গতকাল রাত সাড়ে ১০টার দিকে সময় গোপন সংবাদের ভিত্তিতে সাভারের আমিন বাজার শাহ ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- সাতক্ষীরা জেলার মো. মোশারফ হোসেন (৫৬) ও নড়াইল জেলার মো. মনিরুল ইসলাম ওরফে মনির কাজী (২৬)। তারা দুইজনই পেশাদার মাদক ব্যবসায়ী।
শুক্রবার (১১ ডিসেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব ৪, মিরপুরের এএসপি জিয়াউল ইসলাম। সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেই এলাকায় অভিযান চালিয়ে একটি পিকআপ এর ভিতরে অভিনব কৌশলে বহনকৃত ১ হাজার বোতল ফেনসিডিলসহ ২মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা দীর্ঘদিন যাবত সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিল সংগ্রহ করে বিশেষ ও অভিনব কৌশলে পিকআপের মাধ্যমে বহন করে রাজধানীর ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে বিক্রয় করার কথা স্বীকার করেছে। এএসপি জিয়াউল ইসলাম বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র্যাব-৪ এর এমন অভিযান অব্যাহত থাকবে। আটককৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সান নিউজ/এসএ