নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাশ থেকে এক মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি ঢামেক সংলগ্ন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পানির পাম্পের সামনে উদ্ধার করা হয়।
বুধবার (৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে শাহবাগ থানা পুলিশ।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আল-মোমেন জানান, খবর পেয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পানির পাম্পের সামনে কাপড় দিয়ে মোড়ানো এক মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, নবজাতককে মৃত অবস্থায় কে বা কারা শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পানির পাম্পের সামনে ফেলে রেখে গেছে। এ ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।
সান নিউজ/এস