অপরাধ

১৫ দিন ধরে গণধর্ষণ, আটক ১

নিজস্ব প্রতিনিধি সাভার : সাভারের রাজাশন এলাকায় এক নারীকে ১৫ দিন আটকে রেখে গণধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চার যুবকের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। এছাড়া এক নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে এক গার্মেন্টস শ্রমিককে আটক করেছে পুলিশ।

জানা গেছে, সংঘবদ্ধ ধর্ষণের পর ওই ধর্ষণকারীরা ওই নারীর শরীরের বিভিন্নস্থানে সিগারেটের আগুনে ছ্যাঁকা দিয়েছে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম।

এদিকে, সাভারের উলাইলে এক নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে নাহিদ মিয়া (৩০) নামে এক গার্মেন্টস শ্রমিককে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) সকালে সাভারের উলাইলের কর্ণপাড়া এলাকার ভাড়া বাড়ি থেকে তাকে আটক করা হয়।

ধর্ষক নাহিদ মিয়া (৩০) কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার রুটি গ্রামের ইয়াসিন আলীর ছেলে।

সাভার মডেল থানা পুলিশ জানায়, ধর্ষিতা নারী সাভারের মজিদপুর ভাড়া বাড়িতে থেকে উলাইলের কর্ণপাড়া এলাকায় ডেনিটেক্স নামের পোশাক কারখানায় কাজ করতো। একই কারখানায় কাজের সুবাদে পোশাক শ্রমিক নাহিদ মিয়ার সঙ্গে তার পরিচয় হয়। এরই সূত্র ধরে পরবর্তীতে বিয়ের প্রলোভন দেখিয়ে নাহিদ মিয়া ওই নারীকে বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার ধর্ষণ করে আসছিলো।

পরে শনিবার সকালে আবারও ওই নারীকে ধর্ষণ করলে ধর্ষিতা সাভার মডেল থানায় নাহিদ মিয়াকে প্রধান আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ কর্ণপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। একইসঙ্গে ধর্ষণের শিকার ওই নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) প্রেরণ করেছে পুলিশ।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা