বুড়িগঙ্গা নদীতে বালুবাহী কার্গো জাহাজ ডুবে চার শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত পৌনে চারটার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার ধর্মগঞ্জ খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঝালকাঠির নলছিটির কান্দেবপুর এলাকার তৈয়ব আলীর ছেলে লুৎফর রহমান, বরিশালের বানারিপাড়ার ইলুহার এলাকার মহিবুল্লাহ, পিরোজপুরের বটবাড়ির ছোট আরজি এলাকার রাশেদ হাওলাদারের ছেলে বাবু এবং পিরোজপুরের কাউখালীর চাষেরকাঠি এলাকার আব্দুর রব তালুকদারের ছেলে মোস্তফা।
ফায়ার সার্ভিস কন্ট্রোলরুমের টিম লিডার আতিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। ভোররাত ৩টার দিকে কার্গোটি বুড়িগঙ্গা নদীতে আকস্মিকভাবে ডুবে যায়। এসময় কার্গোর সারেং ও মাস্টার সাঁতরিয়ে নদীর তীরে উঠতে সক্ষম হলেও বাকি চার কর্মচারী ঘুমন্ত অবস্থায় নদীর পানিতে ডুবে মারা যায়।