নিজস্ব প্রতিনিধি, গাজীপুর : ভাড়া বাসা থেকে তানিয়া আক্তার (২৫) নামের এক পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে তার স্বামী ইব্রাহীম মিয়া পলাতক রয়েছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে গাজীপুরের কালিয়াকৈরের হরিনহাটি এলাকার একটি ভাড়া বাসা থেকে তানিয়ার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত তানিয়া আক্তার গাজীপুরের স্টারলিং লিমিটেড নামের পোশাক কারখানার শ্রমিক ছিলেন। তার স্বামীর বাড়ি সিরাজগঞ্জের কাজিপুর থানার চিলগাছায়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, গতকাল সোমবার(১৬নভেম্বর) রাতের কোনো এক সময় গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর তানিয়াকে বিছানায় ফেলে রাখা হয়। প্রাথমিক তদন্তের পর ধারণা করা হচ্ছে, রাতে তানিয়াকে শ্বাসরোধে হত্যার পর পালিয়েছে তার স্বামী। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। সকালে লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতের বোন রেহেনা আক্তার সাংবাদিকদের জানান, মাদকাসক্ত ইব্রাহীম মিয়ার সঙ্গে তানিয়ার প্রায়ই ঝগড়া হতো। গতকাল রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়। এরপর রাতের খাবার খেয়ে স্বামী-স্ত্রী ঘুমিয়ে পড়েন। সকালে পাশের বাসার ভাড়াটিয়ারা খোঁজ নিতে গিয়ে ঘরের ভেতরে তানিয়ার মরদেহ দেখতে পেয়ে পুলিশের খবর দেয়। এ সময় তার স্বামীকে কোথায় খুঁজে পাওয়া যায়নি।
সান নিউজ/পিডিকে/এস