অপরাধ

চাঁদপুরে ড্রামের ভেতর পাওয়া লাশের পরিচয় মিলেছে

নিজস্ব প্রতিনিধি, চাঁদপুর : চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় হত্যা করে ড্রামের ভেতর লুকিয়ে রাখা যুবকের পরিচয় মিলেছে। তার নাম সিদ্দিকুর রহমান (৩৫)। সে কুমিল্লা দক্ষিণ উপজেলার কাজিপুর এলাকার মৃত আমির হোসেনের ছেলে । চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তার আগে মঙ্গলবার (১০ নভেম্বর) অজ্ঞাত পরিচয় হিসেবে সে যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ।

বুধবার ( ১১ নভেম্বর) সকালে নিহত যুবকের মা কুমিল্লা থেকে এসে ছেলের লাশ শনাক্ত করেন। এসময় তিনি জানান, তার ছেলে কুমিল্লা ইপিজেড এলাকায় একটি তৈরি পোশাক কারখানার বৈদ্যুতিক মিস্ত্রি হিসেবে কাজ করতেন। গত সোমবার ছেলে বাসা থেকে বের হয়ে আর বাসায় ফেরে না।

মায়ের অভিযোগ, দ্বিতীয় বিয়ের কারণে প্রথম স্ত্রী এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। মঙ্গলবার রাত ১১টায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের রাজাপুর গ্রামের নির্জন সড়কের পাশে ড্রামের ভেতর লাশটি পাওয়া যায়।

স্থানীয়দের সংবাদের মাধ্যমে শাহরাস্তি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত হিসেবে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করে। শাহরাস্তি থানার ওসি মো. শাহ আলম জানান, নীল রঙের ড্রামের মুখ স্কচটেপ দিয়ে আটকানো ছিল। পরে ড্রামের মুখ খুলে ভেতরে কাপড় ও তুলা দিয়ে পেঁচানো জিন্সের প্যান্ট পরা এক যুবকের লাশ দেখতে পান তিনি।

ওসি আরও জানান, যুবকের গলায় ধারালো অস্ত্রের আঘাত এবং শরীরের বিভিন্নস্থানে মারাত্মক জখমের চিহ্ন রয়েছে। এতে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা অন্য কোথাও নির্মমভাবে হত্যা করে যুবকের লাশ এখানে ফেলে চলে যায়।

এদিকে, লাশের সন্ধান পাওয়ার পর চাঁদপুর থেকে জেলা পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান, পিবিআই এবং সিআইডির ক্রাইমসিনের দলের সদস্যরা ঘটনাস্থলে যান। পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার শঙ্কর কুমার জানান, তারা প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করেছেন।

পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান জানান, নির্মম এই হত্যাকাণ্ডের মূল কারণ চিহ্নিত করা এবং যুবক ও হত্যাকারীদের পরিচয় পেতে পুলিশের কয়েকটি সংস্থা যৌথভাবে কাজ শুরু করেছে। যারা বা যে চক্র এই হত্যাকাণ্ডে জড়িত তারা খুব ঠাণ্ডা মাথায় যুবককে হত্যা করেছে। ওই যুবকের হাতের আঙুলগুলো থেঁতলে দেয়া হয়েছে।

হত্যা ঘটনায় শাহরাস্তি থানার উপ-পরিদর্শক আব্দুল আউয়াল বাদী হয়ে অজ্ঞাত আসামী করে একটি মামলা দায়ের করেছেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বৈষম‌বিরোধী আন্দোলনে বেঁচে ফেরার আশা করেনি

নিজস্ব প্রতিবেদক: ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন আন্দোল&zwnj...

সবজির বাজারে স্বস্তি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন বাজারে কমেছে পেঁয়াজ, সবজি...

বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন পূজা 

বিনোদন ডেস্ক: ঢাকাই চিত্রনায়িকা ও মডেল পূজা চেরি ডজনখানেক ছব...

ঢাকায় বাইডেনের বিশেষ প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাই...

স্বামীকে মৃত দেখিয়ে মামলা, নারী আটক

জেলা প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় জীবিত স্বামীকে বৈষম্যবিরোধ...

শেখ হাসিনাসহ ৬১ জনের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জে আদালতের নির্দেশে সাবেক প্রধা...

গুমের সঙ্গে জড়িতরা পার পাবে না

নিজস্ব প্রতিবেদক : বিশ্বের কোথাও গুমের সঙ্গ জড়িতরা পার পায়নি...

বাংলাদেশিদের পাঁচ দেশ ভ্রমণে সতর্কতা

নিজস্ব প্রতিবেদক : বিশ্বের ৫ দেশে যেতে চাওয়া বাংলাদেশিদের জন...

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে টস জিতে ও...

কলম্বিয়ায় গেরিলা হামলায় নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক : কলম্বিয়ার আনোরিতে ন্যাশনাল লিবারেশন আর্ম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা