অপরাধ

স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিওধারণ মামলায় গ্রেফতার ২

নিজস্ব প্রতিনিধি, মুন্সিগঞ্জ : মুন্সিগঞ্জ শহরের মানিকপুর এলাকায় নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে ভিডিও ধারণ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাতে ধর্ষক মো. সুমন ও বৃহস্পতিবার বিকেলে সুমন মিয়াকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।এদিকে গত মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল সোয়া ৩টায় মানিকপুর এলাকার মোসা. তারানা আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই শিক্ষার্থী বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাদী হয়ে মুন্সিগঞ্জ সদর থানায় মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ৩ নভেম্বর নবম শ্রেণির ছাত্রী মানিকপুর এলাকায় তার বান্ধবীর বাড়ি যাচ্ছিল। পথিমধ্যে খালইস্ট এলাকার বাসিন্দা আ. হান্নান মিয়ার ছেলে মো. সুমন ও উত্তর ইসলামপুর এলাকার আবুল কাশেমের ছেলে সুমন মিয়া তার পথরোধ করে। পরে জোরপূর্বক মুখ চেপে মানিকপুর এলাকার তারানা আলীর বাড়িতে নিয়ে যায় এবং দুজনে ধর্ষণ করে। এ সময় আ. হান্নান মিয়ার ছেলে মো. সুমন মোবাইল ফোনে ধর্ষণের ভিডিও ধারণ করে।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান বলেন, এ ঘটনায় অভিযুক্ত দুজনকেই গ্রেফতার করা হয়েছে। এদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন পর্নোগ্রাফি ও গণধর্ষণের মামলা হয়েছে।এ দুজনকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছিল। সময় স্বল্পতার কারণে আজ শুনানি হয়নি।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা