নিজস্ব প্রতিনিধি, ঢাকা : প্রিমিয়ার লিজিংয়ের অর্থ আত্মসাত করে অবৈধ সম্পদ অর্জন ও পাচারের অভিযোগে মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান ফিরোজ আলমের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক চিঠিতে ফিরোজ আলমের বিরুদ্ধে অনুসন্ধান শুরুর সিদ্ধান্ত জানানো হয়।
দুদকের উপপরিচালক আশরাফুন নাহারের নেতৃত্বাধীন তদন্ত দলের অন্য সদস্য উপসহকারী পরিচালক শাহজাহান মিরাজ।অনুসন্ধানে সঠিক তথ্য বেরিয়ে আসবে বলে দাবি করেন দুদক উপপরিচালক জাহাঙ্গীর আলম।
সান নিউজ/পিডিকে/এস