রবিবার, ৬ এপ্রিল ২০২৫
অপরাধ প্রকাশিত ২৬ অক্টোবর ২০২০ ১২:১০
সর্বশেষ আপডেট ৩০ জুন ২০২১ ১৬:১২

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ২২ জেলের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ : প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে ইলিশ ধরার দায়ে সিরাজগঞ্জের বেলকুচিতে ২২ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৬ অক্টোবর) সকালে বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- বেলকুচির ঠাকুরপাড়া গ্রামের চান মিয়া (৪০), বেলকুচি চরের আব্বাস (৩২), নূরে আলম (২৬) ও শাকিল (১৯), চরবেল গ্রামের খাইরুল (৩০), কবিরুল (৩০), রফিকুল (৪০) ও সোলেমান (১৯), মূলকান্দি গ্রামের আলমগীর (২৮) ও ইউসুফ (৩৮) এবং চৌহালী উপজেলার চাদপুর গ্রামের সোনা মিয়া (৩৫), মান্নান (৩০), দুলাল (৪৩) ও মজিবর (৪১), বারবালা গ্রামের ফরিদুল (৩১), ফরজ আলী (৫২), সামিউল (১৯), খোরশেদ (৩২) নাইম (২০), বোয়ালকান্দি গ্রামের রবিউল (২৬), হাসেম (৩৫) ও চালুহারা গ্রামের কাইয়ুম (১৯)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান জানান, রোববার (২৫ অক্টোবর) রাতভর যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ওই ২২ জেলেকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১০ কেজি ইলিশ ও ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। সোমবার সকালে আটকদের প্রত্যেককে ১২ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। জব্দ করা জালগুলো পুড়িয়ে বিনষ্ট ও ইলিশগুলো এতিখানায় বিতরণ করা হয়েছে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা