নিজস্ব প্রতিবেদক : সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণের ঘটনায় পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধার মামলার একমাত্র আসামি সাইফুর রহমানের তিন দিনের রিমান্ডে মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক তাঁর রিমান্ড মঞ্জুর করেন।
সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) খোকন কুমার দত্ত জানান, এমসি কলেজ ছাত্রাবাসে তরুণী ধর্ষণ মামলার প্রধান আসামি এবং অস্ত্র মামলার একমাত্র আসামি সাইফুর রহমানকে বেলা সোয়া ১১টার দিকে আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা অস্ত্র মামলায় তাঁকে ৫ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান। আদালত তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে তরুণী ধর্ষণ মামলায় সাইফুরসহ আট আসামিকে ৫ দিন করে রিমান্ড নিয়েছিল পুলিশ। রিমান্ড শেষে ২ অক্টোবর ধর্ষণ মামলার প্রধান আসামি সাইফুরকে আদালতে হাজির করা হলে তিনি ধর্ষণের দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর তাঁকে সিলেট কারাগারে নিয়ে যাওয়া হয়।
গত ২৫ সেপ্টেম্বর রাতে এমসি কলেজে স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন এক তরুণী। এ ঘটনায় ওই তরুণীর স্বামী বাদী হয়ে শাহপরান থানায় ছাত্রলীগের ছয় নেতা-কর্মী ও অজ্ঞাত আরও তিনজনকে আসামি করে মামলা করেন। ওই রাতেই ছাত্রাবাসে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা সাইফুর রহমানের কক্ষ থেকে একটি পাইপগান, চারটি রামদা ও দুটি লোহার পাইপ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পরের দিন পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করে।