নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ১ দিনে ১৪০৮ টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।
মঙ্গলবার (৪ মার্চ) সকালে ডিএমপির ট্রাফিক বিভাগ গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
আরও পড়ুন: পুরোনো সংবিধান ও শাসন রেখে নতুন দেশ গঠন সম্ভব নয়
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার (৩ মার্চ) রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৪০৮ টি মামলা করা হয়েছে।
এছাড়াও এই অভিযানকালে ১৫০টি গাড়ি ডাম্পিং ও ৪৫টি গাড়ি রেকার করা হয়েছে।
এদিকে, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের এই অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন: আজ অস্বাস্থ্যকর অবস্থানে রাজধানীর বা
ডিএমপির ট্রাফিক বিভাগ জানায়, রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশ সদস্যরা দিন-রাত কাজ করছে।
সান নিউজ/এমএইচ