নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ২ দিনে ২৪৪১ টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।
শনিবার (১ মার্চ) সকালে ডিএমপির ট্রাফিক বিভাগ গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
আরও পড়ুন: রমজানে মেট্রোরেলে পানি বহনের অনুমতি
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ও শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২৪৪১ টি মামলা করা হয়েছে।
এছাড়াও এই অভিযানকালে ২৩৭টি গাড়ি ডাম্পিং ও ৬১টি গাড়ি রেকার করা হয়েছে।
এদিকে, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের এই অভিযান অব্যাহত থাকবে।
ডিএমপির ট্রাফিক বিভাগ জানায়, রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশ সদস্যরা দিন-রাত কাজ করছে।
সান নিউজ/এমএইচ