নিজস্ব প্রতিবেদক: সারাদেশে যৌথ বাহিনী পরিচালিত ‘অপারেশন ডেভিল হান্টে’ গত ২৪ ঘণ্টায় আরও ৬১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বিভিন্ন মামলা ও অন্যান্য অপরাধে আরও ১,৪০৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানায়।
আরও পড়ুন: জুলাই অভ্যুত্থানে গেজেট প্রকাশ
এতে বলা হয়েছে, ‘অপারেশন ডেভিল হান্টে’ ২৪ ঘণ্টায় ৬১৮ জনকে গ্রেফতারের পাশাপাশি দুটি টিপ ছোরা, লোহার রড একটি, দেশীয় এলজি একটি, কার্তুজ একটি, ছুরি একটি, চাকু চারটি ও একটি সুইচ গিয়ার উদ্ধার হয়।
গত (৮ ফেব্রুয়ারি) রাত থেকে শুরু করে এই অভিযানে এখন পর্যন্ত মোট ১১,৯৩১ জনকে গ্রেফতার করা হয়েছে।
সান নিউজ/এমএইচ