নিজস্ব প্রতিবেদক: সারাদেশে যৌথ বাহিনী পরিচালিত ‘অপারেশন ডেভিল হান্টে’ গত ২৪ ঘণ্টায় আরও ৪৯২ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বিভিন্ন মামলা ও অন্যান্য অপরাধে আরও ১,৭৫২ জনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ বিষয়টি নিশ্চিত বরেন পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর।
আরও পড়ুন: অতীতের থেকে আমরা এখন বেশি শক্তিশালী
তিনি বলেন, ‘অপারেশন ডেভিল হান্টে’ ২৪ ঘণ্টায় ৪৯২ জনকে গ্রেফতারের পাশাপাশি ২টি দেশীয় পাইপ গান, ৬ রাউন্ড কার্তুজ, ১টি চাপাতি ও ১টি রামদা উদ্ধার করা হয়েছে।
সান নিউজ/এমএইচ