নিজস্ব প্রতিবেদক: সারাদেশে যৌথ বাহিনী পরিচালিত ‘অপারেশন ডেভিল হান্টে’ গত ২৪ ঘণ্টায় আরও ৪৭৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বিভিন্ন মামলা ও অন্যান্য অপরাধে আরও ৮৭০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় সর্বমোট ১,৩৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) পুলিশ সদর দফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
আরও পড়ুন: হাইক্কার খাল উদ্ধারে ডিএনসিসির উদ্যোগ
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘অপারেশন ডেভিল হান্টে’ ২৪ ঘণ্টায় গ্রেফতারের পাশাপাশি একটি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ২০ রাউন্ড গুলি, ৩টি ছুরি, ২টি রামদা এবং ৩টি হেমার উদ্ধার করা হয়েছে।
গত শনিবার থেকে শুরু হওয়া অভিযানে এখন পর্যন্ত ৪,৪৫৮ জনকে গ্রেফতার করা হলো।
সান নিউজ/এমএইচ