নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শ্যামলী এলাকা থেকে মাদক চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি-তেজগাঁও বিভাগ। এ সময় তাদের কাছ থেকে ১২ কেজি গাঁজা এবং গাঁজা পরিবহনের জন্য ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) ভোরে ১.২৫ মি শেরেবাংলা নগর থানাধীন শ্যামলী এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: অনলাইনে মামলা চালুতে পুলিশকে নির্দেশনা
গ্রেফতারকৃতরা হলো, আদনান রাসেল (৩০) ও মনিরুজ্জামান (৩০)।
ডিবি-তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, শেরেবাংলা নগর থানাধীন শ্যামলী এলাকায় কয়েকজন মাদক কারবারি ট্রাকযোগে অবৈধ মাদকদ্রব্য গাঁজা হস্তান্তর করবে। এমন সংবাদের ভিত্তিতে ডিবি-তেজগাঁও বিভাগের একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনাকালে উক্ত স্থান থেকে আদনান ও মনিরুজ্জামানাকে ১২ কেজি গাঁজাসহ গ্রেফতার করে। এ সময় গাঁজা পরিবহনের জন্য ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়। এই ঘটনার তাদের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
এ সময় গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পেশাদার মাদক কারবারি চক্রের সদস্য। তারা দেশের বিভিন্ন সীমান্তবর্তী জেলা থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্রয় করতো। এদিকে, উদ্ধারকৃত গাঁজা বিক্রয় ও হস্তান্তরের উদ্দেশে তারা নিজ হেফাজতে রেখেছিলো বলে স্বীকার করেছে।
আরও পড়ুন: মহাখালীতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন এবং এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
সান নিউজ/এমএইচ